বানিয়াচং গ্রামের কামালখানী মহল্লায় “নজমুল হাসান জাহেদ একাডেমী” প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্যার ফজলে হাসান আবেদ তার নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করছেন। স্যার ফজলে হাসান আবেদ পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষা ক্ষেত্রে যে অবদান রাখছেন সেই জন্য কাতারের আমীর তাকে একটি মেডেল ও পাঁচ কোটি টাকা পুরস্কার হিসাবে প্রদান করেন। এই পাঁচ কোটি টাকা দিয়ে তিনি তার বড় ভাই সাবেক সংসদ সদস্য নজমুল হাসান জাহেদের নামে নিজ বাড়ি হাসান মঞ্জিলের পারিবারিক জায়গাসহ কিছু ক্রয়কৃত জায়গায় “নজমুল হাসান জাহেদ একাডেমী” তৈরী করছেন। এ ব্যাপারে স্যার আবেদকে সর্বোতভাবে সহযোগিতা করছেন তার চাচাত ভাই ডা. সাখাওয়াত হাসান জীবন। বানিয়াচংয়ের হাসান পরিবারের কামালখানীস্থ বাড়িটি প্রায় তিনশত বছর যাবত অভিভক্ত ও যৌথভাবে ব্যবহৃত হয়ে আসছে। এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন স্যার ফজলে হাসান আবেদের ৫ম পূর্বপুরুষ মৌলভী ওবেদুল হাসানের দাদা। মৌলভী ওবেদুল হাসান হায়দ্রাবাদের নিজামের মূখ্য সচিব (চীফ সেক্রেটারী) ছিলেন। মৌলভী ওবেদুল হাসান অত্যান্ত ধার্মিক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই পরিবারের জন্ম নিয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ রশীদুল হাসান, শহীদ বুদ্ধিজীবি সায়ীদুল হাসান, সাবেক সংসদ সদস্য নজমুল হাসান জাহেদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ, সাবেক ব্র্যাক পরিচালক মোয়াজ্জেম হাসান, ইঞ্জিনিয়ার তাজুল হাসান কমরু, ডাঃ সাখাওয়াত হাসান জীবন, শিল্পপতি শফিক উল হাসান, ব্যারিস্টার মনজুর হাসান ওবিই, ড. মেহদী হাসান, তামারা আবেদ হাসান, স্থপতি রাহমা হাসান এবং আরও অনেকে যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত।
‘নজমুল হাসান জাহেদ একাডেমী’ প্রতিষ্ঠার পাশাপাশি বানিয়াচংয়ের এই হাসান পরিবার একটি পারিবারিক ট্রাস্ট করার পরিকল্পনা নিয়েছেন। এই ট্রাস্ট এর মাধ্যমে এলাকার গরীব, দুঃখীদের শিক্ষা ও চিকিৎসার ব্যাপারে সাহায্য করা হবে ও বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে। ডাঃ জীবন তার পরিবারের লোকদের নিকট অত্র এলাকায় একটি বিশ^বিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাব রেখেছেন। তিনি আশা করেন, তার পরিবারের উদ্যোগে অত্র এলাকায় একটি আধুনিক মানসম্পন্ন বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। ব্র্যাকের ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ আয়েশা আবেদ সম্প্রসারণে তিনি স্যার ফজলে হাসান আবেদকে সবসময় উৎসাহিত করে আসছেন। স্যার ফজলে হাসান আবেদ ২ জুলাই “নজমুল হাসান জাহেদ একাডেমী” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আশা করা যায় ২০১৯ সালে এই প্রতিষ্ঠান পূর্ণোদ্যমে কার্যক্রম পরিচালনা করতে পারবে। প্রতিষ্ঠানটি হবে আধুনিক বিজ্ঞানসম্মত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এলাকাবাসীর প্রত্যাশা এই প্রতিষ্ঠান অত্র এলাকায় শিক্ষার ক্ষেত্রে এক আলোকবর্তিকা হবে।