মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাজারের ব্যবসায়ী রাশেদ মিয়া (৩৫) দুর্বৃত্তদের হামলায় নিহতের ঘটনায় ৫ দিন পর থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী নাজমা বেগম। সোমবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে তিনি মামলা করেন। পার্শ¦বর্র্তী বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের চান মিয়ার ছেলে রাশেদ মিয়া গত ২৯ নভেম্বর মাধবপুর বাজার থেকে ব্যবসার কাজ শেষে রাতে শ্যামলী পাড়ায় বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। ৩০ নভেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।