প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে ‘জীবন বীমা কর্পোরেশন’ এর মৃত্যু দাবি চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ ঘটিকায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ‘জীবন বীমা কর্পোরেশন’ “একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান” ১৬৫ নং নবীগঞ্জ শাখা কর্তৃক মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের মৃত করম উদ্দিনের পুত্র বীমা গ্রাহক মোঃ রুকন উদ্দিন এর নমিনি স্ত্রী ফাতেমা বেগম (৫০) এর নিকট তার মৃত্যুতে ২ লক্ষ ৩৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান। জীবন বীমা কর্পোরেশনের নবীগঞ্জ উপজেলা শাখার ইনচার্জ আমিনুল ইসলাম চৌধুরী শামীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, ‘জীবন বীমা কর্পোরেশন’ এর হবিগঞ্জ ৪০২ নং শাখার উন্নয়ন ম্যানেজার হোসাইন আহমদ ও রোটারীয়ান বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ তাপস আচার্য্যী।
উল্লেখ্য, বীমা গ্রাহক মোঃ রুকন উদ্দিন ২ লক্ষ টাকার একটি ৩ কিস্তি ১২ বছর মেয়াদী বামী করেন। ৪টি প্রিমিয়াম দেওয়ার পর তিনি ১ম কিস্তি বাবত ৫০ হাজার টাকা উত্তোলন করে মারা যান। তারই নমিনিকে গতকাল ২ লক্ষ ৩৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।