চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশীরি গ্রামের রাস্তার উপর থেকে ২০ কেজি গাজাসহ পরিত্যাক্ত অবস্থায় একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সাড়ে ৭টার দিকে উপজেলার কালিশিরী এলাকা থেকে মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে ২০ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কালিশিরী এলাকায় রাস্তার উপর প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। চুনারুঘাট থানার এসআই সজিব রায়ের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় উল্লেখিত স্থান থেকে ২০ কেজি গাজাঁ ভর্তি (চট্ট মেট্রো-ক-০২-১২৫০) প্রাইভেটকার উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ২ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, ২০ কেজি গাজাসহ প্রাইভেটকারটি আটক রয়েছে। পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।