স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে লোভনীয় অফার দিয়ে বিকাশে টাকা নেয়ার অভিযোগে রবিন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে ফরিদপুর জেলার ভাংগা থানার পুলিয়া গ্রামের শাহ আলমের পুত্র। গত শনিবার রাতে সদর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধারিপুর জেলার শিবচর উপজেলার কোউরিয়াকান্দি ফেরীঘাট থেকে আটক করে। এ সময় তার সাথে থাকা অন্যান্য প্রতারকরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, রবিন দীর্ঘদিন তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজ সরল মানুষের কাছ থেকে লোভনীয় অফার দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। তার সাথে থাকা অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।