স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামে রোববার রাতে বসতঘরে আগুন লেগে টাকা-মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হারুনুর রশিদ মামুন বলেন, শফিক মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মূহুর্তের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।