আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত বধ্যভূমির রাস্তায় টানানো সাইনবোর্ড ভেঙ্গে ফেলেছে দর্র্বৃত্তরা। এতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের অভিযোগ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা এ কাজটি করেছে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার এড. মোহাম্মদ আলী পাঠান জানান, ১৯৭১ সালে ১২ মে ঐতিহাসিক তেলিয়াপাড়ায় পাকিস্তানি হানাদার বাহিনী কাজী সফর আলী, আসলাম উদ্দিন খান সহ ১২ জন নিরস্ত্র নিরীহ বাঙালিকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে তাদের স্মৃতি ও বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি তেলিয়াপাড়ায় তাদের স্মরণে একটি রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু খুবই দুঃখজনক ঘটনা রোববার রাতে সাইনবোর্ডটি কেটে ছিঁড়ে ফেলে দিয়েছে। স্বাধীনতা বিরোধীচক্রটি এ কাজটি করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের স্বাক্ষী হবিগঞ্জের গণমাধ্যমকর্মী রফিকুল ইসলাম চৌধুরী তুহিন জানান, এ ধরনের কাজ ঘৃণ্য মনমানসিকতার। জাতীয় সংসদ নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত এটি অশনি সংকেত বলে মনে হচ্ছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, তদন্ত করে দোষীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।