স্টাফ রিপোর্টার ॥ সিটি ব্যাংকের ইস্যুকৃত একটি ক্রেডিট কার্ডের সাড়ে ৫ হাজার টাকা বকেয়া পরিশোধ না করায় ঋণ খেলাপির অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের গণফোরম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। গতকাল রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ড. রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল করেন।
মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে ড. রেজা কিবরিয়া বিবৃতি দিয়েছেন। তাঁর বিবৃতিটি হুবহু প্রকাশ করা হলো-
‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৩৯ হবিগঞ্জ-১ এ গণফোরাম মনোনীত প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দেই। অদ্য (গতকাল) ২ ডিসেম্বর ২০১৮ তারিখে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইকালীন আমার সিটি ব্যাংক ইস্যুকৃত একটি ক্রেডিট কার্ডের প্রায় সাড়ে পাঁচ হাজার (৫,৫০০) টাকা বকেয়া বিল পরিশোধ না করার অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করে দেন।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন দেশের বাইরে কর্মরত ছিলাম বিধায় বিলটি যথাসময়ে পরিশোধ করা হয়নি। ইতোমধ্যে বকেয়া বিলটি পরিশোধ করা হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানান তিনি।’