স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে রিচি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, আষেঢ়া উচ্চ বিদ্যালয় এবং লুকড়া ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনায় সভা গতকাল অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকেলে রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিচি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই সহশ্রাধিক নারীরা অংশ নেন। একইদিন আষেঢ়া উচ্চ বিদ্যালয় এবং লুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগেও বিজয় দিবস আলোচনা সভার আয়োজন করা হয়।
পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পক্ষের সরকার। আওয়ামী লীগের মাধ্যমে শুধু মহান স্বাধীনতা অর্জনই নয়। বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। ভবিষ্যতেও এই অগ্রগতির স্বার্থে স্বাধীনতার পক্ষের শক্তির বিকল্প নেই। আওয়ামীলীগ ক্ষমতায় ছিল বলেই আজ হবিগঞ্জে এত উন্নয়ন করতে পেরেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহবান জানান তিনি।
এ সময় আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও এমপি আবু জাহিরকে বিজয়ী করতে উপস্থিত নারী-পুরুষের প্রতি আহবান জানান।
সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডঃ পারভীন আক্তারের সভাপতিত্বে ও জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির, শাহানারা চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদের সদস্য ফাতেমাতুজ জোহরা রিনা, রওশানারা ভূইয়া লাকী, সালেহা চৌধুরী, মেহেরুন নেছা মজু, জাহানারা আক্তার, তামান্না মাশরাফি তমা, তুহিনা আক্তার, আনোয়ারা আক্তার, সামছুন নাহার, জাহানারা বেগম, উম্মে হানি শেফা, আখি আক্তার প্রমুখ।
সাবেক চেয়ারম্যান মোঃ রইছ মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ মাহমুদ খলিলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আক্রাম আলী, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, হাজী মিয়াধন মিয়া, জাহির মিয়া চৌধুরী, আমিনুল ইসলাম, আব্দুস ছাত্তার তালুকদার, আলহাজ¦ মীর জালাল, কয়সর আহমেদ শামীম, মোঃ ছনু মিয়া, মোঃ আতিক উল্লাহ, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, ফজল উদ্দিন তালুকদার, জাকির হোসেন, তাজুল ইসলাম, শেখ সেবুল আহমেদ, মনির হোসেন সুমন।