স্টাফ রিপোর্টার ॥ শহরের বিশিষ্ট শিক্ষক আলহাজ্ব মোঃ জবরু মিয়া ও গৃহিনী রাবেয়া খাতুনের ছোট ছেলে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, যায়যায়দিনের জেলা প্রতিনিধি এবং হবিগঞ্জ প্রেসক্লাব সদস্য মো. নুরুল হক কবির এর সাথে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা নিবাসী বীর মুক্তিযোদ্ধা মাহতাব চৌধুরী এবং গৃহিনী সৈয়দা রাবেয়া খাতুন চৌধুরীর ছোট মেয়ে তামান্না চৌধুরীর বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা গত ৩০ নভেম্বর শুক্রবার শহরের অনামিকা কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। এতে হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার বদরুল আলম শোয়েব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সুনামগঞ্জ বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নোমান বখত, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. আলমগীর খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এডভোকেট শাহ ফখরুজ্জামান, দৈনিক যায়যায়দিনের মফস্বল সম্পাদক শামীম আহমেদ, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ভিপিজিপি এডভোকেট্ আব্দুল মোছাব্বির বকুল, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাশ, ডাঃ সৈয়দ এম আবরার জাবের, ডাঃ মিঠুন রায়, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেকে এন্ড এইচকে হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম ও সাবেক কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েত সরদার শহিদুর রহমান লাল, পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, এডভোকেট মোল্লা আবু নাঈম মোহাম্মদ শিবলী খায়ের, হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, রোটারিয়ান ডাঃ এসএস আল আমিন সুমন ও আলেয়া-জাহির কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী, রাজনীতিবীদ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে নুরুল হক কবির এর বড় ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, ভাষানটেক সরকারি কলেজের প্রভাষক সায়েদুল হক, বোন আলেয়া জাহির কলেজের প্রভাষক আফিয়া খাতুন ও প্রভাষক আয়েশা খাতুন, ভগ্নিপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিদ আলী আগত অতিথিদের স্বাগত জানান।