স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ওয়াহিদ মিয়া (৬০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে মৃত জমশর উল্লাহর পুত্র। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ থানার শাহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, ওয়াহিদ মিয়ার শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে। রাত ৩টার সময় বাড়ির উঠানে আম গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে সে মানসিক রোগী বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।