স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পইল গ্রাম থেকে তপন চন্দ্র দাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মহিন্দ্র চন্দ্র দাসের পুত্র। গত শুক্রবার রাতে সদর থানার এএসআই বিলাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ পইল দেবপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করে।