স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার টুপিয়াজুরি গ্রামে একই পরিবারের শিশুসহ তিনজনকে চুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে। আহতরা জানান, ওই গ্রামের কাছম আলীর সাথে সাজিদ মিয়ার পুত্র শাজাহান মিয়ার পুর্ব বিরোধ চলে আসছিল। গতকাল সকালে কাছম আলীর লোকজন সাজিদ মিয়ার উপর হামলা চালায়। তাদের হামলায় লিটন মিয়া (১২), জামাল মিয়া (৯) ও নাইম (৭) কে চুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। লিটনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।