স্টাফ রিপোর্টার ॥ তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সন্ধ্যা ৭ টায় এক শহরের মুসলিম কোয়ার্টারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা আব্দুল আহাদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সদস্য মহিবুল ইসলাম শাহীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের সকল ষড়যন্ত্র ভেদ করে তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনব এবং দূর্বার আন্দোলনের মাধ্যমে নিরদলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়িত করব। এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা এম এম শাহ জাহান, জহিরুল ইসলাম রুহেল, মনসুর উদ্দিন শামীম, শাকিল হোসেন, জুবায়ের আহমেদ, সাইফুল ইসলাম, মামুনুর রশিদ, মিজানুর রহমান, নজরুল ইসলাম, কাজী আব্দুল আহদ, লিটন মিয়া, দীন ইসলাম, আশিকুর রহমান আশিক, নোমান মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ শানু মিয়া, শাহ মোঃ এজাজ, ওসমান গণি কালন, মহিবুল হক সুমন, মোঃ নাছির মিয়া, দুলাল মিয়া, শেখ মোঃ মহিন, জিল্লুর রহমান, এনাম মিয়া, শাকিল আহমেদ, হাবিবুর রহমান হাবিব, রহিম ইসলাম, মোঃ নুনু আহমেদ, রনি, মুশফিকুর রহিম, হেলাল, বরুল আলম বজলু, শাহ আলম, শাহিদ মিয়া, সুজন, মান্না, সোহেল আহমেদ, বিল্লাল, সোহেল রানা, বাদল, তামিম, জহির, সুমন, শামীম, পারভেজ, নাজমুল, মান্না-২, কাদির, নাঈম, মুন্না, মাসুক, জাহিদুল, এম এস নাছির, মহন, আল আমীন, তিতু মিয়া শাহীন মিয়া প্রমূখ। এসময় বক্তাগন অবিলম্বে তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।