প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর ও চুনারুঘাটে ২০ দলীয় জোটের শরীকদল খেলাফত মজলিসের কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে এবং চুনারুঘাটে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় মহাসচিব ও হবিগঞ্জ-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট এর মনোনয়ন প্রত্যাশী ড. আহমদ আব্দুল কাদের। সভায় প্রধান অতিথি ড. আহমদ আব্দুল কাদের বলেন, সরকারী দলের প্রার্থী আচরণ বিধি লংঘন করে মিটিং মিছিল করে যাচ্ছেন আর আমাদের জোটের নেতাকর্মীদের গায়েবী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। নির্বাচন কমিশনের কাছে শান্তিপূর্ণ ব্যবস্থার দাবি জানান তিনি। মাধবপুরের সভায় হাজী মাহবুবুল আলম ও চুনারুঘাটের সভায় সভাপতিত্ব করেন তৈয়ব আলী। অনুষ্টিত কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব শেখ গোলাম আসগর, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ তোফাজ্জল হোসেন নিয়াজী, জেলা খেলাফত মজলিসের চুনারুঘাট-মাধবপুর আসনের নির্বাচনের সমন্বয়কারী প্রভাষক আবদুল করিম, অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, মাওঃ ফয়সল তালুকদার, অ্যাডভোকেট সারোয়ার রহমান চৌধুরী শামীম, উপজেলা সভাপতি মাওঃ গিয়াস উদ্দিন, মাওঃ সালাউদ্দিন, মাওঃ তাজুল ইসলাম, হাজী শাহীন, মাওঃ বদরুল আলম, মোঃ আবিদুর রহমান, মাওঃ আজিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাধবপুর ও চুনারুঘাটের কর্মী সভা সমাপ্ত হয়।