স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি’র মায়ের জানাযা সম্পন্ন হয়েছে। গতকাল বাদজুম্মা তাদের গ্রামের বাড়ী বানিয়াচঙ্গ উপজেলার মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে মরহুমার জানাযার নামাজ অনুষ্টিত হয়। এতে অংশগ্রহণ করেন এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান খান প্রমূখ। এদিকে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীর মায়ের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ চৌধুরী। অপর এক শোক বার্তায় ছাত্রলীগ নেতা মাহীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজ, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সহ-সভাপতি সাংবাদিক এসএম সুরুজ আলীসহ নেতৃবৃন্দ মরহুমার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীর মা মোছাঃ আছিয়া খাতুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে। তিনি উত্তর সাঙ্গর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মরহুম কিম্মত আলীর স্ত্রী। মৃত্যুকালে তিনি ৭ পুত্র, ৩ কন্যা, নাতি, নাতনীসহ অংসংখ্য আত্মীয় স্বজনও গুনগ্রাহী রেখে গেছেন।