স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে প্রেমের টানে পালিয়ে যাওয়া স্কুল ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রেমিক সিজান মিয়া (২২) কে আটক করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোবাইল কল লিস্ট এর সূত্র ধরে হবিগঞ্জ সদর থানার এসআই মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে একদল পুলিশ সিলেট তালতলার একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করেন।
সূত্র জানায়, শহরে কামড়াপুর এলাকার নিয়ামত আলীর কন্যা ভাদৈ আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্রী লিমা আক্তার (১৫) কে প্রতিদিন স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিত আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের ও শহরের গরুবাজার এলাকার বাসিন্দা হাদিস মিয়ার পুত্র সিজান। এতে লিমা রাজি না হওয়ায় সিজান ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২৭ সে নভেম্বর সকালে লিমা স্কুল যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পথিমধ্যে সিজান লিমাকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোজাখোজির পর লিমাকে না পেয়ে লিমার বড় ভাই হাফিজুর রহমান বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে এসআই মোজাম্মেল হক মোবাইল ফোনের ট্রেকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় সিলেটে আছে। অভিযান চালিয়ে সেখান থেকে তাদেরকে আটক করে। অপর একটি সূত্র জানায়, সিজার ও লিমার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ সম্পর্ক উভয়ের পরিবার মেনে না নিলে তারা প্রেমের টানে ঘরবাধার আসায় পালিয়ে যায়। গতকাল শুক্রবার বিকেলে সিজানকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ভিকটিম লিমা থানা হেফাজতে আছে। আজ শনিবার তার মেডিকেল পরীক্ষার শেষে কোর্টে প্রেরণের কথা রয়েছে।