প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বার্ষিক প্রতিবেদন ও বাজেট পেশ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম। রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশের পরিচালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান শফিকুল বারি আউয়াল, আজীবন সদস্য মশিউর রহমান শামীম। এ সময় সভায় বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্টের সাবেক ভাইস চেয়ারম্যান এডঃ মাহফুজা বারি, প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য মোঃ জমরুত আলী, এডঃ শিবলী খায়ের, মিজানুর রহমান শামীম, রাসেল চৌধুরী, ইউনিট অফিসার খন্দকার শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা এডঃ সালেহ উদ্দিন আহমেদ, রাশিদুল হাসান চৌধুরী কাজল, মোঃ রফিকুল বারী চৌধুরী, ইমতিয়াজ চৌধুরী তুহিন, জয় কুমার সিংহ, যুব প্রধান আশীষ কুমার কুড়ি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ আলম চৌধুরী, মোঃ নুরুল হক, প্রশান্ত ভট্টাচার্য, মাধবেন্দ্র লাল দাশ, রাহুল দাশ, বিভাকর রায় বাপ্পি, যুব সদস্য বিক্রম চন্দ, চম্পা দাশ, আফসা নাসরিন উর্মি, মৌসুমী দাশ, মরিয়ম খানম তৃষ্ণা, নাদিয়া লাবন্য, সুমি আক্তার, খলিলুর রহমান রুবেল, জয় দাশ, হৃদয় মিয়া, সজিব চৌধুরী, বসু শীল, আনোয়ার, হাবিব, শুভ প্রমূখ। সভায় ৩ জন মরহুম আজীবন সদস্য সাবেক এমপি এডঃ আব্দুল মোছাব্বির, আজিজুল বারি কামাল ও ব্যাংকার্স মোঃ তাজুল ইসলাম এর স্বরণে শোক প্রস্তাব উত্তাপন করা হয় ও এক মিনিট নিরবতা পালন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রেড ক্রস/রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন সমাজের বিত্তবান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষদেরকে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।