স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের সাংবাদিক আবুল হোসেন সবুজ এর পিতা মোঃ মকসুদ আলী আর নেই। গতকাল বৃহস্পতিবার ভোর ৪.৪৫ মিনিটে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামে নিজ বাড়িতে ৮০বৎসর বয়সে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি …… রাজিউন)। মৃতুকালে তিনি ১ ছেলে ১মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকালই বিকেল ৩টায় চৌমুহনী হাইস্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্টিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় শরীক হয়ে গভীর শোক প্রকাশ করেন হবিগঞ্জ- ৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের প্রধান উপদেষ্ঠা আব্দুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার মোঃ কাউছার আহমেদ, স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, আজিজুল ইসলাম সজীব, ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগ সভাপতি চেয়ারম্যান ফারুক পাঠান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ আপন মিয়া, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সোহাগ, মোঃ রহম আলী, আব্দুর রশিদ মেম্বারসহ নেতবৃন্দ।