চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই’র হাতে প্রবাসী বড় ভাই খুন হয়েছেন। নিহতের নাম জয়নাল আবেদীন (৪৫)। তিনি উপজেলার নরপতি গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র। তিনি দুবাই প্রবাসী ছিলেন। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নিহত জয়নাল আবেদীনের সাথে তার ছোট ভাই সিএনজি চালক জালাল মিয়ার দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তাদের মধ্যে কাথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জালাল মিয়া উত্তেজিত হয়ে জয়নাল আবেদীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে রাতেই আহত জয়নালকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে গতকাল বুধবার ভোর রাতে তিনি মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়ন