স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের ২ জন সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন। দু’জন হচ্ছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ-বাহুবল আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এবং সিলেট ও হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
ওই আসনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা জাপার সভাপতি আতিকুর রহমান আতিক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। কিন্তু পার্টি থেকে আতিকুর রহমান আতিককে মনোনয়ন দেয়া হয়। এতে বাবু’র অনুসারীরা এলাকায় ঝাড়ু মিছিল করে। শেষ পর্যন্ত বাবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে একই আসনে আওয়ামীলীগের মনোনয়ন ছেয়েছিলেন হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন দেওযান শাহ নেওয়াজ মিলাদ গাজী।
তাদের এমন স্বতন্ত্র¿ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় চলছে আলোচনা-সমালোচনা। আবার কেউ কেউ বলেছেন এখনও প্রার্থী বদলের সম্ভব্যনা রয়েছে। তাই হয়তো তারা কৌশলে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে শেষ পর্যন্ত কি হয় এমটাই দেখার অপেক্ষায় জনসাধারণ।