স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও পার্লামেন্টারী বোর্ডের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। তিনি গতকাল রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাপার নেতা আতিকুর রহমান আতিক বলেন-দলীয় সিদ্ধান্তেই ২টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছি। পরবর্তীতে মহাজোটগত নির্বাচন হলে দল থেকে যে সিদ্ধান্ত দেয়া হয় তা মেনে নিয়েই নির্বাচন করবো। তিনি বলেন দোয়া নিয়ে হবিগঞ্জবাসী সেবা করে যেচে চাই। নির্বাচন সুষ্টু হবে কি না এমন প্রশ্নের জবাবে জাপা নেতা আতিক বলেন-এবার সব দলই নির্বাচনে অংশ গ্রহন করছে। এ জন্য আমরা আশাবাদী নির্বাচন সুষ্টু নিরপেক্ষ হবে। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে দলীয় মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা জাপার আহ্বায়ক আব্দুল জলিল তালুকদার, সদস্য সচিব আব্দুল আহাদ, নবীগঞ্জ উপজেলার জাপা নেতা মাস্টার আব্দুল রকিব, মুরাদ আহমেদ ও আব্দুল কাইয়ূম প্রমূখ। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই-শায়েস্থাগ) আসনে দলীয় মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদির চৌধুরী অপু, বর্তমান সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রফেসর আবিদুর রহমান, জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, আব্দুল মোকাদীম নিশু, আব্দুল কাইয়ূম, আব্দুল আউয়াল প্রমূখ।