স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের নিকট ড. আহমদ আবদুল কাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় খেলাফত মজলিসের মাওলানা নিয়াজুর রহমান নিজাম, এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী শামীম, মাওলানা শাহ গিয়াস উদ্দিন, মাওলানা শাহ আলম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা বদরুল আলম, ছাত্র নেতা শিব্বির আহমদ আবির, সাংবাদিক দিদার এলাহী সাজু, মাওলানা ছাদিকুর রহমান, হাজী মোঃ মোস্তফা মিয়া, মাওলানা হাবীবুর রহমান, হামিদুর রহমান হামদু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, ২০দলীয় জোট সূত্র ও বিভিন্ন জাতীয় গণমাধ্যম জানায়, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনটি খেলাফত মজলিসকে ছাড় দিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।