স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মজুরি স্কেল বাস্তবায়নের দাবীতে শাহজিবাজার রাবার শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাগানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহজিবাজার রাবার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইদ্রিছ আলীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জোন বিভাগীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মুমিন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমিক নেতা কবির মিয়া, বাহার আলী শাহ, জাহের আলী শাহ প্রমুখ। বক্তারা বলেন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মজুরি স্কেল বাস্তবায়ন না হলে অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।