নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি মুনিম চৌধুরী বাবুকে না দিয়ে জাতীয় পার্টি নেতা আতিকুর রহমান আতিককে দলীয় মনোনয়ন দেয়ায় ফুসে উঠেছে নবীগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলা জাতীয় পার্টি অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবীগঞ্জ শহরে বিশাল ঝাড়ু মিছিল করেছে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে ওসমানী রোডে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ এমরান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি নেতা চরিত্র মোহন দেবনাত, শাহ ফারছু মিয়া, ভুলা দাশ, তজমুল মিয়া, মুজেফর আলী, চানফর মিয়া, আলা উদ্দিন, সিদ্দিক আলী, আব্দুল হান্নান খান, অলিদুর রহমান, আব্দুল হান্নান চৌধুরী, জাহান আহমদ, যুবসংহতির আহ্বায়ক নুরুল আমীন পাঠান ফুল মিয়া, যুগ্ম আহ্বায়ক মুজাহিদ আহমদ শাহিন, আহমদ রেজা, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, পৌর যুব সংহতির সভাপতি নিউটন সুত্রধর, সাধারণ সম্পাদক নুর মিয়া, ছাত্র সমাজের আহ্বায়ক স্বপন চৌধুরী, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার প্রমুখ। প্রতিবাদ সভায় নেতাকর্মীরা বহিরাগত প্রার্থী আতিকুর রহমান আতিককে অবাঞ্চিত ঘোষনা করে। এবং নবীগঞ্জ-বাহুবল আসনে এরশাদকে লাঙ্গল উপহার দিতে হলে মুনিম চৌধুরী বাবু এমপির বিকল্প নেই বলেও তারা দাবী করেন। অন্যতায় সকল নেতাকর্মীকে নিয়ে দুর্ভার আন্দোলন গড়ে তুলার আহ্বান জানানো হয়। এ সময় নেতাকর্মীরা এরশাদকে তার সিদ্ধান্ত পরিবর্তন করে মুনিম চৌধুরী বাবুর নাম ঘোষনা দেয়ার জন্য আহ্বান জানান।