স্টাফ রির্পোটার ॥ চুনারুঘাট উপজেলার কালিচুন ও আজিমাবাদ দুই গ্রামের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে সিলেট ও ৬ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গতকাল সোমবার সকাল ১০টায় এ সংঘর্ষ হয়।
জানা যায়, উত্তর কালিচুন গ্রামের দুলাল মিয়ার সাথে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল পার্শ্ববর্তী আজিমাবাদ গ্রামের সাবেক মেম্বার হাসিম মিয়ার। এ নিয়ে রবিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয় মাতব্বরা বিষয়টি মিমাংসার জন্য সালিশের দিন ধার্য্য করেন। কিন্তু উভয় পক্ষের লোকজন গতকাল সোমবার সকালে ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। উক্ত সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল হাই (৩৫), শাহিন মিয়া (২৫), শেফালি আক্তার (৩২), জসিম মিয়া (২৫), সাইফুল ইসলাম (২৭), গুলবাহার (৫০) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হাই ও শাহীন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।