নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠন তাদের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গতকাল সোমবার রাতে এক জরুরি সভায় মিলিত হয়। থানা পয়েন্ট শ্রমিক সংগঠনের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলামিন আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবজল মিয়া, বিলাল, সামছু মিয়া, করগাও ইউনিয়ন শ্রমিক সভাপতি ছানু মিয়া, আওলাদ হোসেন, সাদিক, রাশেদ, খালিজ মিয়া, প্রতাব মিয়া, আশিকুল, ছুনু মিয়া, শিপন মিয়া, তাজ উদ্দিন, নজরুল, হাবিব, কফিল, এহিয়া, উমর আলী, নজরুল, দিলু, কামাল মিয়া, ফরিদ মিয়া প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। তাদের নির্দিষ্ট চলাচল রোডে সিএনজি অনিদৃষ্টকালের জন্য বন্ধ রাখার।