প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার জেলা জমিয়ত মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা কুতুব উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর করিম আজহার এর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে জমিয়ত মনোনীত প্রার্থী জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলালকে ২৩ দলীয় জোটের (ঐক্যফ্রন্ট) এর প্রার্থী ঘোষণার জন্য নেতৃবৃন্দ জোর দাবী পেশ করেন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন জেলা জমিয়তের শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক মাওলানা আলী আহমদ পৌর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ শাহ আলম প্রমুখ।