স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১ জন সাজাপ্রাপ্ত আসামিসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারকের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতাকৃত আসামিরা হল, বানিয়াচং উপজেলার হলিমপুর গ্রামের হরমুজ আলীর পুত্র হবিব মিয়া (২৮), নোয়া পাথারিয়া গ্রামের মৃত আলী নুর মিয়ার পুত্র তাউছ মিয়া (৩০), কুশিয়ারতলা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র দুলাল মিয়া (৩৩), একই এলাকার মৃত জালাল উদ্দিন মিয়ার পুত্র মোঃ ফরিদ মিয়া (৩৪), মিনাট গ্রামের মৃত আবু ছালেক তালুকদার এর পুত্র সাজাপ্রাপ্ত আসামী জামির হোসেন (৪৫), প্রথমরেখ গ্রামের সুনিল রবি দাসের পুত্র সুমন রবি দাস, যাত্রাপাশা গ্রামের আব্দুর রহমান মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৫), ইনাতখানি গ্রামের মৃত শেখ ইসমাইল মিয়ার পুত্র আবুল ফজল (৬৫), একই গ্রামের মৃত শেখ ইসমাইল মিয়ার পুত্র শেখ শামসুদ্দিন, হলিমপুর গ্রামের মৃত সনদ দাসের কন্যা শিউলি রানী দাস (১৮), রাজেন্দ্রপুর গ্রামের রামচরণ দাসের পুত্র হিতেন্দ্র দাস ও সুধাংশু দাস, নোয়া পাথারিয়া গ্রামের মৃত আহাদ মিয়ার পুত্র আবুল কালাম (৩০), গুনই গ্রামের মৃত এলাছ মিয়ার পুত্র মুসা খান, বাগহাতা গ্রামের মৃত কদর আলীর পুত্র রবি মিয়া (৪৫), একই গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র তাজু মিয়া (৩৮)।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক জানান, আমাদের নিয়মিত অভিযানের অংশ এটি। গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।