স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডে কাজ করতে গিয়ে বিলু মিয়া (২০) নামে এক শ্রমিকের ডান পা কর্তন হয়ে গেছে। সে ময়মনসিংহ জেলার রুমানচর গ্রামের আজিজুর রহমানের পুত্র। জানা যায়, বিলু মিয়া দীর্ঘদিন ধরে রশিদপুর এনার্জি গ্যাস পাম্পে শ্রমিকের কাজ করে আসছে। গতকাল শনিবার বিকালে সে কাজ করার সময় উপর থেকে একটি গ্যাস পাইপ তার ডান পায়ে পড়ে যায়। এতে তার দেহ থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।