আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মাদক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইয়াছিন আলী সোহাগ (২৪)। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আব্দুজ জাহেরের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মল্লিকা দে এই দণ্ডাদেশ প্রদান করেন। এইউএনও মল্লিকা দে জানান, শনিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সাইদুর রহমানসহ সদস্যরা অভিযান চালিয়ে মোহনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে সন্ধ্যায় তার আদালতে হাজির করা হলে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি ইয়াছিন আলী সোহাগকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাথে সাথে থাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।