আজিজুল ইসলাম সজীব ॥ বানিয়াচং উপজেলায় বিষপানে আবির মিয়া (১২) নামের এক স্কুল ছাত্র মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর সরকারি আধুনিক হাসপাতালে মারা যায়। নিহত আবির বানিয়াচঙ্গ উপজেলার জগন্নাতপুর (তাজপুর) গ্রামের মজনু মিয়ার পুত্র। নিহত আবির জগন্নাতপুর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার সূত্র জানা যায়, শনিবার সকাল ৮ টার দিকে ভাত খাওয়ার জন্য যখন আবিরকে ডাকতে যান তখন তিনি দেখেন যে আবির যন্ত্রণায় ছটফট করতেছে। এ সময় তার শোরচিংকারে পরিবারের সদস্যরা এসে সাথে সাথে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিংসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিংসক ত্রীলোক চাকমা মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ডাক্তার ত্রিলোক চাকমা জানান নিহত আবির ধানের পোকা দমনের জন্য ব্যবহৃত কীটনাশক খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।