কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে মনিপুরী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব মনিপুরী মহারাসলীলা। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশি-বিদেশী পর্যটকের ভীড়ে মুখরিত হয়ে উঠেছিল কমলগঞ্জের মনিপুরী অঞ্চলগুলো। শুক্রবার দুপুরে উপজেলার মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়ের ১৭৬তম এবং আদমপুরের মনিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের ৩৩তম এবং নয়াপত্তন যাদু ঠাকুর মন্ডপ প্রাঙ্গণে ৩য় বারের মতো মহারাসোৎসব শুভ সূচনা করা হয়। এ সময় সূর্যাস্ত পর্যন্ত অনুষ্ঠিত হয় রাখাল নৃত্য। নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে মনিপুরী তরুণ-তরুণীরা রাখাল নৃত্যের বিভিন্ন ধাপে রাধাকৃষ্ণের শৈশব, কৈশোর ও যৌবনকালের বিভিন্ন চিত্র তুলে ধরেন। পরে সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর রাত ১২টা থেকে শুরু হয়ে শনিবার ভোর পর্যন্ত মনিপুরী নৃত্যের ধ্র“পদ ভঙ্গিমায় রাধাকৃষ্ণের রাসনৃত্য চলে। মন্ডপে মনিপুরী শিশু নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্যাভিনয় রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখে ভক্ত ও দর্শনার্থীদের। বর্ণাঢ্য আয়োজনে রাস উৎসবে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসব উপলক্ষে বসেছিল রকমারি আয়োজনে বিশাল মেলা। এদিকে শুক্রবার শুরু হওয়া মহারাসলীলা উৎসব শেষ হয় শনিবার সূর্যোদয়ের সাথে সাথে।