নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুসলিম জাহানের পবিত্রতম এমনই এক দিনে মানবতার মুক্তিদূত, আল্লাহর প্রিয় রসূল হযরত মুহাম্মদ (সা.) এই পৃথিবীতে আগমন করেন। গত বৃহস্পতিবার ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় ৩৬০ আউলিয়া স্মৃতি পরিষদ পরিচালিত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর হযরত শাহ্জালাল লতিফিয়া ক্যাডেট মাদ্রাসা উদ্যোগে বিশাল র্যালী, পেষ্টুন ও ব্যানার হাতে নিয়ে শিক্ষার্থীরা নবীজীর শানে-আয়রে সাগর আকাশ-বাতাস, দেখতে যদি আয়। নয়ন জুড়ে ভক্তি নিয়ে পিয়ারা নবী-ঈদে মিলাদুন্নবী আজ ঈদে মিলাদুন্নবী। সালাম সালাম প্রিয়ারা নবী হাজার সালাম আপনার চরণে। এমন শ্লোগানে আউশকান্দিসহ মহাসড়ক সংলগ্ন এলাকায় মূখরিত হয়ে ওঠে। প্রধান শিক্ষক মাওলানা কুতুব উদ্দিনের নেতৃত্বে বিশাল র্যালী, পেষ্টুন ও ব্যানার হাতে নিয়ে শিক্ষার্থীরা আমুকোনা, বেতাপুর, উলুকান্দি, ইয়াকুবিয়া মাদ্রাসা হয়ে আউশকান্দি হীরাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে বিশ্বরোডের শহীদ কিবরিয়া চত্ত্বরে জড়ো হয়ে বিশ্ব নবীজির জীবনী নিয়ে এক আলোচনা সভা ও দোয়া করেন। পরে পুনঃরায় র্যালী নিয়ে তারা মাদ্রাসা প্রাঙ্গঁনে গিয়ে মিলাদ মাহফিল, মোনাজাত ও শিরনি বিতরন করেন। এ সময় অংশ গ্রহন করেন, হযরত শাহ্জালাল লতিফিয়া ক্যাডেট মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা কুতুব উদ্দিন খাঁন এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবিণ আওয়ালীগ নেতা মাসুক মিয়া, হাজী আব্দুল কদ্দুস, যুবলীগ নেতা সাছুদ চৌধুরী প্রমূখ।