স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির জেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারী আশরাফুল আলম সবুজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা লায়ন্স প্রেসিডেন্ট ও মির্জাপুর হাইস্কুলের প্রতিষ্ঠাতা মোঃ রফিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, রোটারিয়ান প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান, ধান-চাউল ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান বাচ্চু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, তরুন ব্যবসায়ী বুলবুল আহমেদ রুমি, ফুজায়েল আব্দুলল্লহ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, সাংবাদিক জুয়েল চৌধুরী, মোঃ জমির আলী, হকার্স সমিতির জেলা সহ-সভাপতি মোঃ শাহিন মিয়া ও মোঃ আব্দলু নুর, যুগ্ম সম্পাদক আলীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, কোষাধ্যক্ষ এম আল আমিন, দপ্তর সম্পাদক ফারুক মিয়া, প্রচার সম্পাদক চয়ন দাস, সদস্য কাঞ্চন রায়, নাসির মিয়া, আব্দুল কদ্দুস, চান মিয়া, ছালেক মিয়া, কৌশিক ভৌমিক, প্রভু রায়, দুলাল মিয়া, আব্দুস সাত্তার, হকার্স নেতা হেলাল মিয়া, সরাজ মিয়া, নুর আলম, জামাল মিয়া, শরিফ উল্লাহ, মুস্তাকিম মিয়া, শফিকুল ইসলাম, রুবেল মিয়া, জালাল মিয়া, রজব আলী, সানু মিয়া, শেখ মহিন মিয়া, কাজল মিয়া, বাবুল মিয়া, আমিন মিয়া, ছাব্বির আহমেদ, শফিউল আলম উজ্জলসহ অন্যান্য সদস্যবৃন্দ।