আব্দুল হালীম ॥ হবিগঞ্জ জেলায় চলতি রবি মৌসুমে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। বাজারে প্রতি কেজি আলুর মূল্য ১২ থেকে ১৫ টাকায় বিক্রি হওয়ায় আলু চাষীদের মুখে হাসি ফুটেছে। এদিকে কয়েক বছর আগেও চৈত্র মাসে খাদ্যাভাব দেখা দিলে মিষ্টি আলুই ছিল একমাত্র ভরসা। তবে দেশে এখন কিছুটা স্বয়ংসম্পূর্ণ হওয়ায় মিষ্টি আলুর আবাদ অনেকাংশে কমেছে। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এবার জেলায় ১শ ৬৮ হেক্টর জায়গায় মিষ্টি আলুর আবাদ করা হয়েছে। ফলন ভাল হওয়ায় জেলায় ১ হাজার ৬শ ২০ মেট্রিক টন মিষ্টি আলুর ফলন হবে। যার বাজার মূল্য ২ কোটি ৪৩ লাখ টাকা।
কৃষি বিভাগ জানায়, সাধারণ বেলে-দোয়াশ মাটিতে মিষ্টি আলুর ফলন ভালো হয়। এ হিসেবে হবিগঞ্জের খোয়াই, করাঙ্গি, সুতাং, সোনাইসহ বিভিন্ন নদীর চরে মিষ্টি আলুর চাষ হয়। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া, তেঘরিয়া, পইল ইউনিয়নের নদীর পাড়ের গ্রামের লোকজন মিষ্টি আলুর আবাদ করে থাকে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষক ঈমান আলী জানান, ১ বিঘা জমিতে মিষ্টি আলুর আবাদ করেছেন। এতে উৎপাদন খরচ হয়েছে প্রায় ১ হাজার টাকা। উৎপাদন হবে ৫ হাজার কেজি আলু। যার বাজার মূল্য হবে ৭৫ হাজার টাকা। এছাড়া একই গ্রামের সঞ্জব আলী, আব্দুন নুর, রফিক মিয়া সহ কয়েজন জানান মিষ্টি আলু চাষ করে ভালো ফলন হয়েছে। পাশপাশি দামও ভালো পাওয়ায় কৃষকরা খুশি। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল চন্দ্র দাশ জানান, হবিগঞ্জের এবার ১শ ৬৮ হেক্টরে মিষ্টি আলুর আবাদ হয়েছে। এতে কৃষকরা দামও বেশ ভালো পাচ্ছে।