প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জের সমতা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে চুনারুঘাটের লালচান বাগানের দুর্গামন্দিরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগানের সহকারী ব্যবস্থাপক হুমায়ুন রশিদ চৌধুরী। সমতা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা বেগম এবং বাগান সভাপতি সাগর বাউরিসহ স্থানীয় চেয়ারম্যান, মহিলা সদস্য ও ইউপি মেম্বারসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। দিনব্যাপি অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে ১৫০ জন চক্ষু রোগীকে ৫জন চিকিৎসা সেবা প্রদান করেন। বেশ কিছু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।