প্রেস বিজ্ঞপ্তি ॥ ১২ই রবিউল আওয়াল শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম দিন উপলক্ষে শচীন্দ্র কলেজে ঈদ-এ মিলাদ-উন-নবী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সকাল ১১ টার দিকে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে উপস্থিত বক্তাগণ, নবীজীর জীবনী আলোকপাত করে বলেন, হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, মোনফেকি ও মাদকতা থেকে সকলকে দূরে থেকে শান্তির জীবন ও সমাজ প্রতিষ্ঠা করতে হবে। একই সাথে নারীর অধিকার আদায় করতে হবে। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সিনিয়র প্রভাষক দেওয়ান মোহাম্মদ রাফিউল হক খান পাঠান। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।