আবুল কাসেম, লাখাই থেকে ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে যে কোনো নাশকতা মোকাবেলায় লাখাই থানা পুলিশ এর একটি চৌকস দল বিশেষ মহড়া দিয়েছে। বুধবার বিকাল ৪টায় থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পুলিশের এই মহড়া চলে। লাখাই থানার ওসি এমরান হুসেনের নেতৃত্বে মহড়াটি লাখাই থানা থেকে শুরু হয়ে কালাউক, বামৈ, মুড়িয়াউক, মোড়াকরি, বুল্লা, করাব প্রদক্ষিণ করে। প্রায় ৪০টি মোটরসাইকেল নিয়ে থানার পুলিশ সদস্যরা মহড়া দেয়া শুরু করেন। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হুসেন জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করার কারণে বাড়তি নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি হিসাবে পুলিশের এই মহড়া।