নবীগঞ্জ সংবাদদাতা ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘেœ অনুষ্ঠানের লক্ষ্যে নবীগঞ্জ পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে নবীগঞ্জ পৌর শহরের পৌর বাস টার্মিনাল, উপজেলা সড়ক, ওসমানী রোড, হবিগঞ্জ নবীগঞ্জ সড়ক, হাসপাতাল রোড ও আব্দুল মতিন চৌধুরী স্কয়ারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে মহড়াটি প্রদক্ষিণ করে। এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারা নবীগঞ্জ থানায় বিশেষ সতর্কাবস্থায় রয়েছে পুলিশ।