বাহুবল প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাহুবল উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস দমনে বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৪টায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে মোটর সাইকেল মহড়াটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
এ সময় নির্বাচনকে সামনে রেখে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবিরসহ সকল এসআই, এএসআই ও কনস্টেবলদের সমন্বয়ে মোটরসাইকেল বহরটি বিভিন্ন বাজারে বাজারে হর্ণ বাজিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনের বিষয়ে প্রচারণা চালায়।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, এ মোটরসাইকেল মহড়ার মাধ্যমে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস দমনে সচেতন করা হয়েছে। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে বাহুবলবাসীর সহযোগিতা কামনা করেন।