এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ অবশেষে নবীগঞ্জের যুবক আবু তাহেরের লাশ দেশে ফিরেছে। মৃত্যুর প্রায় ১ মাস পর তার লাশ স্বজনদের কাছে এসেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জানাযার নামাজ শেষে লাশ দাফন করা হয়েছে।
সুত্রে প্রকাশ, চলতি বছরের ২৩ অক্টোবর ইরান থেকে তুর্কি যাওয়ার পথে সিমান্ত এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হন নবীগঞ্জ উপজেলার ছোট শাকোয়া গ্রামের আতাব উল্লার পুত্র আবু তাহের। এরপর থেকেই লাশটি পড়ে রয়েছিল শাহরিয়ার নামক একটি হসপিটাল মর্গে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে দীর্ঘ ১ মাস পর একই উপজেলার দিনারপুর কায়স্থগ্রামের ইরান প্রবাসী সুজন মিয়া লাশটি বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করেন। গত বুধবার ভোর রাতে তুর্কি বিমানে তাহেরের লাশবাহী কার্গোটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছে। সেখানে লাশ গ্রহণ করেন নিহত আবু তাহেরের স্বজনরা। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে লাশটি তার গ্রামের বাড়ি ছোট শাকোয়া গ্রামে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে। আশপাশের এলাকা থেকে তাহেরকে একনজর দেখতে হাজারো মানুষের ঢল নামে। পরে মাগরিবের নামাজ শেষে শাকোয়া বাজার জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে নিহতের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযার নামাজে অংশ নেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংবাদিক মতিউর রহমান মুন্নাসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী। আবু তাহেরের অকাল মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী ও পরিবারবর্গ। তাহেরের লাশ বাংলাদেশে পাঠিয়ে স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়ায় ইরান প্রবাসী সুজন মিয়া ও ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় গনমাধ্যম প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।