স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এক মাদক সেবীকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত মাদক সেবী উত্তম রায় (২৫) মাধবপুর পৌর শহরের গৌর রায়ের পুত্র। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড দেন। মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক হেমায়েত হোসেন জানান, মঙ্গলবার সকালে মাধবপুর পৌর শহরের রায়পাড়া থেকে উত্তম রায়কে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।