স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার দায়ের করা চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার আসামী জহুর আমিন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার সিকান্দরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডির ওসি মোঃ আব্দুর রাজ্জাক। সে একই উপজেলার সিকন্দরপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র। উল্লেখ্য, গত বছরের ৬ সেপ্টেম্বর বিকালে ওই এলাকার রাজা মিয়ার পুত্র মনির হোসেন শহর থেকে বাড়ি ফেরার পথে উল্লেখিত আসামীসহ একদল লোক তার গতিরোধ করে এক লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় মনির হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় তারা মনির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় মনির হোসেনর চাচা বাদী হয়ে জহুর আমিনসহ ১০/১২ জনের বিরুদ্ধে বানিয়াচং থানা চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে বানিয়াচং থানার পুলিশ তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। বাদী উক্ত চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তেরর জন্য সিআইডিতে হস্তান্তর করেন। সিআইডির তদন্তকারী কর্মকর্তা মামলাটি হাতে পাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে মামলার অন্যতম আসামী জহুর আমিনকে গ্রেফতার করতে সক্ষম হন। আজ গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ওসি মোঃ আব্দুর রাজ্জাক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। খুব শীঘ্রই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।