নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক দিনমজুরের উপর হামলা চালিয়ে হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। তার নাম আলা উদ্দিন (৪০)। তিনি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামে সাফিক মিয়ার পুত্র। সোমবার রাত ৮টার দিকে গহরপুর গ্রামের কাছে রাস্তায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ি করছে আলা উদ্দিনের পরিবার। আহত আলা উদ্দিনের পারিবারিক সূত্রে দাবি করা হচ্ছে, একই গ্রামের তাহিদ মিয়ার ছেলে আলী হোসেন গংদের সাথে আলা উদ্দীনের পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত সোমবার রাতে আলা উদ্দীন স্থানীয় বাংলা বাজার থেকে বাড়ী ফেরার সময় পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আলী হোসেনসহ একদল অস্ত্রধারী লোক দা, রামদা নিয়ে হামলা চালায় আলা উদ্দিনের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের হামলায় বাম হাতের মধ্য আঙ্গুলটি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় আলা উদ্দীনের আর্ত চিৎকারে আশপাশের লোকজনসহ তার স্ত্রী স্বামীর জীবন বাঁচাতে এগিয়ে আসলে তাঁকেও মারপিট করা হয়। পরে স্থানীয় লোকজন আলা উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।