সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

ভারতের চাকমা ব্যারেজ’র প্রভাবে মরে গেছে চুনারুঘাটের খোয়াই করাঙ্গী ইছালিয়া ও সোনাই নদী

  • আপডেট টাইম শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ৪৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ খর স্রোতা খোয়াই নদী মৃত্যুর দ্বারপ্রান্তে। এর সাথে মরে যাচ্ছে করাঙ্গী, ইছালিয়া, সুতাং, ভুই এবং সোনাই নদীও। ভারতের উজানে বাঁধ দিয়ে সেচ প্রকল্প করায় পানি শুন্যতায় পড়েছে ওই ৬টি নদী। খোয়াই নদীতে সামান্য কিছু পানি থাকলেও বাকী ৫টি নদী প্রতি বছর একে বারেই শুকিয়ে যায়। স্রোতস্বীনি খোয়াইকে এক সময় চুনারুঘাটের দুঃখ বলা হতো। বান ডাকলে ভয়ংকর হয়ে উঠতো এ নদী। তখন ভাসিয়ে নিত ফসলের জমি, ঘর-বাড়ি, গাছ পালা। কালের আবর্তে এ নদীটি তার ঐতিহ্য হারিয়েছে। ভরা মৌসুমেও স্রোতহীন থাকে খোয়াই। সবকটি নদী ভারতের উজান থেকে প্রবাহিত হয়ে হবিগঞ্জে প্রবেশ করেছে। বর্ষা মৌসুমে পানির গর্জনে এক সময় নদী পাড়ের মানুষের ঘুম ভাঙ্গলেও আজ এসব নদীর চঞ্চলতা নেই। নাব্যতা হারিয়ে নদীগুলো আজ মৃত প্রায়। বিগত ১৫বছর পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার উপজাতি ও ত্রিপুরা জনগণকে কৃষি কাজে আকৃষ্ট করার লক্ষে খোয়াই শহরের দক্ষিণে ‘চাকমা ব্যারেজ’ নামের একটি স্লুইচ গেট নির্মাণ করে। এ গেটের উজানে ড্রেন করে পাহাড়ী ও টিলা ভূমি এলাকায় পানি সরবরাহ করে। এতে নদীতে পানি প্রবাহ হ্রাস পাচ্ছে আশংকাজনক হারে। এদিকে খোয়াই শহরের বিশুদ্ধ পানির চাহিদা বেড়ে যাওয়ায় ‘খোয়াই জল শোধনাগার প্রকল্প-১’ নামের আরেকটি প্রকল্প চালু হয় ১০ বছর আগে। এ ধরণের আর একটি প্রকল্প চালুর অপেক্ষায় রয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিদিন খোয়াই নদী থেকে ২০ লাখ গ্যালন পানি উত্তোলন করা হয়। আবার পুরো খোয়াই শহরের ময়লা পানি এসে নদীতে পড়ে নদীর নির্মল পানিকে দূষিত করেছে। ইছালিয়া নদীর উজানেও স্লুইচ গেট নির্মাণ করে পানি ধরে রেখেছে ত্রিপুরা সরকার। এসব কারণে পানি শুকিয়ে যাচ্ছে নদ-নদী থেকে। নদী পাড়ে বসবাসকারীরা বলেন, ডহর (গভীর পানি) নামের কোন কিছু এখন আর নেই নদীতে। এ কারণে সুস্বাদু মাছও নেই। আছে শুধু বালুর চরের পাহাড়। ভরা বর্ষায়ও নদীতে বান ডাকেনা। ফলশ্র“তিতে পলি মাটির অভাবে ফসল উৎপাদন আশংকাজনক হারে হ্রাস পেয়েছে নদী অববাহিকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com