মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের উপ-মহাব্যব¯’াপক (ডিজিএম) মোশারফ হোসেনের বাসায় চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াপাড়া ইটাখোলায় তাঁর বাসায় এ চুরির ঘটনা ঘটে। উপ-মহাব্যব¯’াপক মোশারফ হোসেন জানান, মঙ্গলবার সকালে বাসায় তালা দিয়ে অফিস হয়ে মাধবপুরে আসার পর জানতে পারেন তার বাসায় চুরি হয়েছে। চোররা বাসার তালা ভেঙ্গে ঘরে ঢুকে টিভি, মোবাইল, কাপড়চোপড় ও নগদ টাকা সহ ১লাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। মাধবপুর থানার এসআই কামাল হোসেন জানান, সিসি ক্যামেরা দেখে চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।