চুনারুঘাট প্রতিনিধি ॥ সকল ঈদের সেরা ঈদ, ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ঈদে মিলাদুন্নবী (স.) আয়োজিত জশনে জুলুসে সুন্নী জনতার ঢল নেমেছে। গতকাল মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মাঠ থেকে জশনে জুলুসের মোবারক র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ জামে মসজিদে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। ক্বারী মাওঃ আব্দুর রউফের সভাপতিত্বে ও কাজী মাওঃ আব্দুল হাইর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওঃ হাফেজ হেলাল উদ্দিন, মাওঃ জসিম উদ্দিন, মাওঃ জয়নাল আবেদীন, হাফেজ মাওঃ মনির আহমেদ, মাওঃ শাহীদ উদ্দিন আখনজী, মাওঃ আব্দুর রহমান, মাওলানা আব্দুল হাই সেলিম, মাওঃ খিজির আহমেদ, মৌলভী তাজুল ইসলাম প্রমূখ। পরিশেষে মিলাদ মাহফিল ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা কারা হয়।