স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আদালত প্রাঙ্গণে ৫ কোটি টাকার জব্দকৃত মাদক প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল সোমবার বিকালে আদালতের পশ্চিম মাঠে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে এসব বিনষ্ট করা হয়। এর মাঝে ছিল ২৫০ কেজি গাজা, ১ লাখ ভারতীয় নাছির বিড়ি, বিপুল পরিমাণ আতশবাজী ও চকলেট বোম। যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকা। এ সময় উপস্তিত ছিলেন সদর কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন ও অফিস সহায়ক রাজু আহমেদ। সিএসআই সিরাজ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে আসামীসহ এসব মাদক জব্দ করেন। পরে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাওয়ায় এসব মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।