আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বুল্লা বাজার থেকে গুনিপুর পর্যন্ত পাকা রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। ওই রাস্তার সিংহগ্রাম পর্যন্ত সড়কের পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্ঠি হয়ে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। ফলে এ রাস্তা দিয়ে কোন যানবাহন চলাচল করছে না। পায়ে হেটে চলা পথচারীরাও ভোগান্তি পোহাতে হচ্ছে। এ রাস্তা দিয়ে সিংহগ্রাম, গুনিপুর, আগাপুর, হরিণাকুনাসহ ওই এলাকার হাজার হাজার লোক ও স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচল করে থাকেন। রাস্তাটি সংস্কার না করায় জনভোগান্তি চরমে পৌছেছে বলে এলাকাবাসী জানান। সিংহগ্রামেরর বাসিন্দা ফজল মিয়া বলেন, রাস্তাটি ভেঙ্গে যাওয়ার ফলে কোন যানবাহন চলাচল করছে না এমন কি হেটে যাতায়াত করতেও কষ্ট হচ্ছে। উপজেলা প্রকৌশলী সাব্বির আহাম্মেদ বলেন রাস্তাটি মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।